আবুল কালাম আজাদ, রাজবাড়ী : করোনার গোষ্ঠী সংক্রমণের ২য় ঢেউ রুখতে প্রথমের পর এবার দ্বিতীয় সাপ্তাহিক লক ডাউন কঠোরভাবে পালিত হচ্ছে রাজবাড়ী জেলা জুড়ে। 

এদিন সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে পুলিশি অভিযান, তার সাথে চলছে ম্যাজিস্ট্রেটের নাকা চেকিং। এই দিন সকাল থেকে শহরের প্রধান সড়ক প্রায় জনশূন্য ও ভারি যানবাহন বিহীন দেখা যায়। বন্ধ দোকানপাট, হাট বাজার, ব্যাংক পোস্ট অফিস সহ বিভিন্ন যানবাহন। একমাত্র ওষুধের দোকান এবং নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া কাচা সবজি ও মাছের দোকান ছাড়া এই দিন শহরের সব দোকানপাট ছিল বন্ধ। মাস্ক বিহীন মানুষের বিনা কারণে দেখলেই পুলিশের তরফ থেকে কড়া সতর্ক করা হচ্ছে।

রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লকডাউন লঙ্ঘনকারীদের বেশ কিছু জনকে জরিমানাও করেছে ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে করোনা মোকাবিলায় দ্বিতীয় সাপ্তাহিক লকডাউনে জোর তত্‍পরতা জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের।

(একে/এসপি/এপ্রিল ১৪, ২০২১)