উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : শাহরাস্তিতে নাবালক মেয়েকে বিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার মেয়ের পিতা ও বিয়ে করতে আসা বরকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। মেয়ের পিতা আঃ রশিদ মুচলেকা দিয়ে মুক্তি পান।

ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার খিলা গ্রামের আবদুর রশিদ তার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরহিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের প্রবাসী ছেলে আফছার উদ্দিনের (৩১) সাথে বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেন। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের পিতা আবদুর রশিদকে ২০ হাজার ও বর আফছার উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। মেয়ের পক্ষ ১৮ বছরের পূর্বে মেয়েকে বিবাহ দিবে না বলে মুচলেকা দিয়ে মুক্তি পায়।

(ইউ/এসপি/এপ্রিল ১৭, ২০২১)