রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের আশরাফ আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডাকাত দলের সদস্যরা জানালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভাঙচুর করে ২৪ ভরি সোনার গহনা ও তিন লাখ নগদ টাকা লুট করেছে।

শ্রীফলকাটি গ্রামের আব্দুল কাদের বলেন, মরহুম আশরাফ আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিষয়ক পরামর্শক। তিনি বর্তমানে এলাকায় থাকেন না। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সাত/আট জনের একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়ির জানালা ভেঙে ঘরে ঢোকে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা ও ২৪ ভরি সোনার গহনা লুট করে চলে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে ।

(আরকে/এসপি/এপ্রিল ১৭, ২০২১)