নড়াইল প্রতিনিধি : তিনদিন ব্যাপি সুলতান উৎসব শেষ হয়েছে। সমাপনী দিনে আজ শুক্রবার বেলা ১১টায় নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫০০ শতাধিক শিশু অংশগ্রহণ করে। চিত্র প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদের।

এছাড়া সন্ধ্যায় সুলতানের কর্মময় জীবন ওপর সেমিনার, চিত্রাঙ্কন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান, গুণীজন ও অতিথিদের পদক প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন আর্টক্যাম্প ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় এসএম সুলতান শিশু চারু-কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৭ আগস্ট বুধবার দুপুর ১২টায় উৎসবের উদ্বোধন করা হয়। এদিকে, আগামিকাল শনিবার নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক, জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুতি শেষ হয়েছে।


(ওএস/এটিআর/আগস্ট ২৯, ২০১৪)