টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলশিক্ষক মিজানুর রহমান বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত মিজানুর রহমান ওই এলাকার আব্দুর রশিদ মাতব্বরের ছেলে। তিনি বেহেলাবাড়ি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। মঙ্গলবার(২০ এপ্রিল) সন্ধ্যায় আট জনকে আসামি করে নিহতের চাচা জিয়াউর রহমান মামলা দায়ের করেন।

জানা যায়, নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য মিজানুর রহমানের পূর্বপুরুষরা জমি দান করেন। মসজিদের মূলঘর নির্মাণ হলে স্থানীয় কোরবান আলী ও তার পরিবারের লোকজন মসজিদের ভেতরে নিজেদের জমি আছে বলে আপত্তি জানান। যদিও মসজিদ নির্মাণের আগে জমি পরিমাপের সময় তারা সম্মতি দেন। এ বিষয় নিয়ে রোববার(১৮ এপ্রিল) মিজানুরের সঙ্গে কোরবান আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোরবান ও তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে শাবল দিয়ে মিজানুরের মাথায় আঘাত করেন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন লাবু ও জাহিদ নামে দুই ব্যক্তি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মিজানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার(২০ এপ্রিল) সন্ধ্যায় সেখানে মিজানুর রহমানের মৃত্যু হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) সওগাতুল আলম জানান, নিহতের চাচা জিয়াউর রহমান বাদি হয়ে স্থানীয় ৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই আত্মগোপন করেছেন। তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

(আরকেপি/এসপি/এপ্রিল ২১, ২০২১)