টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরের) ৩০ কেজি ওজনের ৬০ বস্তা অবৈধ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, আলমনগর মোড়ে গ্রামবাসীরা ফেয়ার প্রাইজের এক ভ্যান অবৈধ চাল নিয়ে যাবার সময় আটক করে উপজেলা প্রশাসনে খবর দেন। পুলিশসহ সেখানে গেলে ভ্যান চালকের তথ্য মোতাবেক আলমনগর মধ্য পাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বস্তা অবৈধ চাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাল ব্যবসায়ী কদ্দুস পালিয়ে যায়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন জানান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

(আরকেপি/এসপি/এপ্রিল ২১, ২০২১)