স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় গুম, হত্যা, নৈরাজ্য।

শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শনিবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি করার অনুমতি না দেয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গত জানুয়ারির ১ তারিখ থেকে ২৮ ফেরুয়ারি পর্যন্ত আমাদের দলের ২৫ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে।

এসময় তিনি আইন ও শালিস কেন্দ্র (আসক) এর একটি প্রতিবেদন তোলে ধরে বলেন, গত ৬ মাসে ৩০০ মানুষ গুম হয়েছে।

ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত আজকের এই গুম দিবসে আমরা বারবার কর্মসূচি পালন করার জন্য সরকারের কাছে আবেদন করেও অনুমতি পাইনি।

প্রধানমন্ত্রীর সমাবেশের কারণ দেখিয়ে আমাদের কর্মসূচির অনুমতি দেয়া হয়নি।

তিনি বলেন, সরকারের এখন কাজ হচ্ছে বিরোধী দলকে দমন করা।

(ওএস/এইচআর/আগস্ট ৩০, ২০১৪)