অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কাঠালতলী বাজার পাকাপুলটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এই পুলের উপর থেকে প্রতিদিন পাথরঘাটার পাইকারি মৎস্য উপকেন্দ্র চরদুয়ানী বাজার থেকে মঠবাড়িয়া, খুলনা,ঢাকা, চট্টগ্রামের সঙ্গে বাস চলাচল করে থাকে। এছাড়াও পাথরঘাটা পাইকারি মৎস্য বাজার এবং চরদুয়ানী পাইকারি মৎস্য উপকেন্দ্র থেকে প্রতিদিন ভোর রাত থেকে হাজার হাজার মোটরবাইক, মেশিন ভ্যান, মেশিন চালিত টমটমে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ দেশের বিভিন্ন জেলার হাট-বাজারে বিক্রির জন্য এই ঝুঁকিপূর্ণ পুলটির উপর থেকে নিয়ে যায় চালকেরা।

পুলটির উত্তর পাড়ের দোকানদার সাবেক ইউপি সদস্য হিমাংশু অধিকারীর ছেলে পঙ্কজ অধিকারী বলেন, গত বছর এই পুলটির কাজের জন্য কিছু মালামাল স্তূপ করে রাখা হয়েছিল। তাপরে আর কোন খোজ খবর নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা আমতলা এলাকার জনৈক শহীদ চেয়ারম্যান এই পুলটির ঠিকাদারি কাজ পান। কিন্তু কি কারণে কাজ বন্ধ রয়েছে তা জানেনা ভুক্তভোগী এলাকাবাসী।

কাঠালতলী এলাকার তরুণ সমাজকর্মী সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট নিয়াজ মোর্শেদ বলেন, কাঠালতলী বাজারের এই ছোট পাকাপুলটি (ব্রীজ)এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই পাকাপুলটির কাজ শুরু করা হোক।

স্থানীয় কাঠালতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রীজটির নির্মাণকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে।

(এটি/এসপি/এপ্রিল ২৪, ২০২১)