বরিশাল  প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় আগে সংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা বেশী থাকলেও বর্তমানে অসংক্রামক রোগে মৃত্যুর হার বাড়ছে। হৃদরোগ,ক্যান্সার,ডায়াবেটিস সহ অসংক্রামক রোগে মুত্যুর হার বর্তমানে ৫৯ শতাংশেরও বেশী। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে দুর্গম এলাকা ও দরিদ্রতার কারণে স্বাস্থ্যসেবার আরো চ্যালেঞ্জের সম্মুখীন।

এব্যাপারে এখনই সচেতনতা ও কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
শনিবার সকাল দশটায় অনিয়ন্ত্রিত স্বাস্থ্যখরচ ও স্বাস্থ্যসেবার প্রশ্নবিদ্ধ মান দারিদ্র বিমোচনের প্রধান বাধা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখিত কথা বলেন।

পাওয়ার এ্যান্ড পর্টিসিপেশন রিসার্চ সেন্টার ( পিপিআরসি ) এর আয়োজনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক স্বাস্থ্যসচিব এ এম এম নাসিরউদ্দিন, ডা.তাহমিনা বানু, পিপিআরসি’র পরামর্শক সাদাব মাহমুদসহ অন্যরা।


(বিএস/এএস/আগস্ট ৩০, ২০১৪)