বেনাপোল প্রতিনিধি : ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট আপাতত প্রত্যাহার করায় ফের বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে এ এলঅকায় বাণিজ্য সচল হয়।

বন্দর এলাকায় প্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে এক মানিচেঞ্জার ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক মারধর করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টায় তারা বেনাপোল বন্দরের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়।

শনিবার সকালে দু’পক্ষের মধ্যে বৈঠকে কিছুটা সমঝোতা হওয়ায় বাণিজ্য স্বাভাবিক হয়েছে।

পেট্রাপোল বন্দর এলাকার রপ্তানিকারক এক ব্যবসায়ী জানান, বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষের সঙ্গে সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয়। পণ্য জট বেধে যাওয়ায় আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। যদি সন্তোষজনক সিদ্ধান্ত না হয় তাহলে আবারো ধর্মঘট চলবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

(ওএস/এটিআর/আগস্ট ৩০, ২০১৪)