অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা উপজেলাধীন উত্তর কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট না থাকায় দুর্ভোগ বাড়ছে।

দেশব্যাপী লকডাউন চলাকালীন স্কুল বন্ধ থাকলেও ভাঙা টয়লেট ব্যবহার করছে পথচারী এবং আশেপাশের লোকজন। পরিত্যক্ত টয়লেটে মলমূত্র চারদিকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।এখানে সেখানে মলমূত্র ত্যাগ করার ফলে বর্তমান ডায়রিয়ার প্রাদুর্ভাবে প্রভাব ফেলছে বলে স্থানীয় স্বাস্থ্য সচেতন মহল থেকে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাম হায়দার জানান, ওই প্রাইমারির ভবন না থাকায় একটি টিনসেড এবং টয়লেট মেরামতের জন্য ২লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো:শাহজাহান মিয়া বলেন, ক্ষুদ্র মেরামতের ২লাখ টাকা দিয়ে
টিনসেড স্কলঘর ও টয়লেট মেরামতের কাজ চলছে।খুব শীঘ্রই কাজ শেষ হবে এবং এই দূর্ভোগ লাঘব হবে।

(এটি/এসপি/এপ্রিল ২৬, ২০২১)