পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার হাটবাজারে দোকানদার আর খরিদ্দার অধিকাংশ ব্যক্তির মুখেই স্বাস্থ্য সুরক্ষা মাস্ক  নাই। দেখে মনে হচ্ছে সরকারের বেঁধে দেয়া দেশব্যাপী লকডাউন তাদেরকে জোর করে মানানো হচ্ছে(!)

পাথরঘাটা পৌরশহরের মাছ বাজার,তরকারি বাজার হতে শুরু করে পথে-প্রান্তরে গ্রামের হাটে বাজারে সর্বত্র মাক্স বিহীন লোকজনের সমাগম চোখে পড়ছে।

প্রশাসনের অভিযান শুরু হলে কেউ কেউ আবার দোকান বন্ধ করে 'গা' ঢাকা দিয়ে সে যাত্রায় রক্ষা পাওয়ার চেষ্টা করছে।

পাথরঘাটার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী মির্জা শহিদুল ইসলাম খালেদ মনে করেন, এই মহামারী করোনার ছোবলের কথা ভেবে আমরা এতটুকুও সচেতন হচ্ছিনা।আমরা পার্শ্ববরতী দেশ ভারতের মৃত্যর মিছিল দেখেও কোনো শিক্ষা গ্রহন করছিনা।তিনি বলেন, প্রশাসনকে আরও হার্ডলাইনে যেতে হবে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র মিত্র বলেন, আমাদের দেশের কিছু গন্ডমূর্খ এসব তোয়াক্কা করেনা। অসচেতনতায় চরম বিপর্যয় ডেকে আনছে।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা সুলতানা বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। আমাদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশাজীবী কে অভিযানে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

(এটি/এসপি/এপ্রিল ২৬, ২০২১)