আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রতিষ্ঠান প্রধান, কলেজ শাখার প্রতিষ্ঠাতা, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম একেএম সামসুদ্দোহা বাবু মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার (২৬ এপ্রিল)।

এ উপলক্ষে একেএম সামসুদ্দোহা বাবু মিয়া স্মৃতি সংসদের উদ্দ্যোগে নারুয়া বাজারে ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, একেএম সামসুদ্দোহা বাবু মিয়া স্মৃতি সংসদের সভাপতি আবু মোস্তফা, সাধারণ সম্পাদক আঃ রহিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রশিদ বাদশা, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মোল্যা, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তুহিনুর রহমান, প্রভাষক শামীম হোসেন, একেএম আতাউর রহমান বাবর, শিক্ষক লুৎফর রহমান, মিন্টু, রিপন মিয়া, জিয়াউর রহমান জিয়া, হাজী রনু বিশ্বাস, ফারুক বিশ্বাস, সালাম মেম্বারসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তারা নারুয়া বাজারের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মাস্ক বিহীন ভাবে চলাচলরত যানবাহন চালক, ব্যবসায়ী, পথচারীসহ সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে মাস্ক পড়তে উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, রমজানের ঈদের পরদিন বিকাল ৪টায় লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠে একেএম সামসুদ্দোহা বাবু মিয়া স্মৃতি সংসদের পুনাঙ্গ কমিটি গঠন করা হবে।

(একে/এসপি/এপ্রিল ২৬, ২০২১)