মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের এক নেতাসহ কমপক্ষে ৪জন আহত হয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মধ্যে গ্রুপিং চলে আসছিল।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান তারেক উত্তরাধিকার নিউজকে জানান- পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সামান্য কথা কাটাকাটির জের ধরে ছাত্রদলের একটি গ্রুপের সহায়তায় সভাপতি রেজাউল ইসলামের পক্ষের ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান জুয়েলপন্থী জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক শ্রাবণ হাসান জনিকে কুপিয়ে মারাত্মক যখম করে। এ সময় তাকে রক্ষা করতে এসে নাজমুল, সাকিব ও ইমন নামে তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জনিকে মাগুরা সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা দেয়া হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরেছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি। পুনরায় সংঘর্ষ এড়াতে কলেজসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন উত্তরাধিকার নিউজকে জানান- ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

(ডিসি/এএস/আগস্ট ৩০, ২০১৪)