উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে শস্য ভান্ডারখ্যাত চাঁদপুর জেলা। এ অঞ্চলের মাটিতে চাষ হচ্ছে নানা ধরনের কৃষি পণ্য। যার একটি অংশ দখল করে আছে বোরো ধান চাষ। এবারে বোরো ধানকে ঘিরে মাঠগুলোতে দোল খাচ্ছে প্রান্তিক কৃষকের সোনালী স্বপ্ন। বিস্তীর্ণ ফসলের খেত শুধু ধান আর ধান। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন ফরিদগঞ্জ উপজেলার প্রান্তিক চাষীরা।

উপজেলার খাজুরিয়া, রূপসা, ভাটেরহদ, কমলকান্তি, বড়ালীর মাঠগুলোতে যেন সোনালী ধানের সমারোহ। মাঠের দিকে তাকালে যেমন চোখ জুড়ে যায়, তেমনি ধানের ফলনের মাত্রার দিকে তাকালেও যেন এক আত্মতৃপ্তি আসে।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন এ উপজেলার ধান চাষীরা।

উপজেলার ভাটেরহদ গ্রামের ধান চাষী মিজান বলেন, এবার ধানের তেমন কোনো রোগ বালাই না থাকার ফলে গত বছরের ন্যায় এবারো ধানের বাম্পার ফলন আশা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে উচ্চ দামে বোরো ধান বিক্রয় সম্ভব হবে।

চরবড়ালী ফসলের মাঠে স্ত্রীসহ ধান কাটতে দেখা যায় নুরুল আলম মিস্ত্রীকে। তিনি এবার দশ গ-া জমিতে ধান চাষ করেছেন, ফসল মোটামুটি ভালো হয়েছে।

উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নূরে আলম ভুট্টো জানান, চলতি বছরে এ উপজেলায় মোট ৯ হাজার ৯ শ’ ৫০ হেক্টর জমিতে চাষ হচ্ছে বোরো ধান। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০৬০৮ মেট্রিক টন। এ বছরে বিরূপ আবহাওয়া না হলে প্রতি বিঘায় ২০/২৫ মণ হারে ধান উৎপাদন হতে পারে।

সব মিলিয়ে আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরে বোরো ধান চাষে ব্যাপক লাভবান হতে পারেন এলাকার প্রান্তিক কৃষকরা।

(ইউ/এসপি/এপ্রিল ২৭, ২০২১)