স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদন আগামী ১০ সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ থেকে শুরু হবে।  পূর্ব ঘোষিত তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষনা দিলেন কুবি কতৃপক্ষ।

কুবি ডেপুটি রেজিস্ট্রার দলিরুর রহমান জানান, ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখ ১২ ও ১৩ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর ২০১৪ তারিখ পর্যন্ত চলবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি বিভাগে মোট ৮০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে আবেদন করতে হবে। ২৪ ঘন্টার যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।


আবেদনের শর্তাবলীতে রয়েছে বিজ্ঞান অথবা সমমান শাখা থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। ক ইউনিট-এর বিষয়সমূহের মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচ.এস.সি পর্যায়ে গণিত-এ জিপিএ ৩.০০ থাকতে হবে। ফার্মেসীতে ভর্তিচ্ছুকদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায়-এ জিপিএ ৩.৫০ থাকতে হবে।

মানবিক অথবা সমমান শাখা থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। ইংরেজীতে ভর্তিচ্ছুদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজীতে (A-) এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের উচ্চ মাধ্যমিকে অর্থনীতি অথবা পরিসংখ্যান থাকতে হবে।


ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয় থাকবে ভর্তি পরীক্ষার দিন এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপিসহ দুই কপি ফটোকপি এবং প্রত্যেক ইউনিটের জন্য সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যার পিছনে নাম ও প্রদত্ত ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

ভর্তি পরীক্ষা এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের ‘এমসিকিউ’ পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।

(এইচকেজে/এএস/আগস্ট ৩০, ২০১৪)