স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকার মাদক, মসলা, আশবাজী ও আলু  আটক করা হয়েছে। তবে কোন কোন চোরাকারবারীকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানান, কুমিল্লার শংকুচাইল বিওপি‘র হায়দ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩০ বোতল হুইস্কি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। অন্য একটি অভিযানে যশপুর বিওপি‘র বুড়িরটিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল ও ০২ কেজি গাঁজা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

এছাড়াও অন্যান্য বিওপির এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা-৩৮ কেজি, আতশবাজী ১০০ প্যাকেট, মুলিবাঁশ ৪৫০ টি এবং ২২৪০ কেজি বাংলাদেশী আলু মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৬ হাজার ৯৫০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

(এইচকেজে/এএস/আগস্ট ৩০, ২০১৪)