হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ। যেখানে গণতন্ত্র আছে, সেখানেই গণমাধ্যমের স্বাধীনতা আছে। অনেক আন্দোলন করে এ দেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।

গণমাধ্যম নিরপেক্ষভাবে দেশের সাধারণ মানুষের কথা বলবে। গণমাধ্যম হচ্ছে একটি স্বাধীন মাধ্যম। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীন নিশ্চিত করেছে। এ সরকার দেশের ১৮৭ জন সাংবাদিকদের চিকিৎসাসহ নানা বিষয়ে অনুদান দিয়েছেন।

শনিবার বেলা ১২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার উদ্বোধন শেষে উপরোক্ত কথাগুলো বলেন। বীর মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমপি এডভোকেট আবু জাহির, এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, পৌর মেয়র জি কে গউছ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আদিল প্রমূখ।

(পিডিএস/এএস/আগস্ট ৩০, ২০১৪)