শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান- চাল সংগ্রহ অভিযান কর্মসূচি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরে অভ্যন্তরীন বোরো ধান- চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

দিনাজপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা সিএসডি কেন্দ্রে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সঙ্গে ভিডিও কসফারেন্সের মাধ্যমে খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্ধোধন করেন।

এসময় জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার), জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.রেজাউল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকতারা উপস্তিত ছিলেন।

উদ্ধোধনী দিনে আস্করপুর ইউনিয়নের কৃষক ওবায়দুর রহমানের কাছ থেকে এক টন ধান সংগ্রহ করে সরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম জানিয়েছেন, দিনাজপুরের ১৩ উপজেলার কৃষকের কাছে এবার ২১ হাজার ৬৪ মেট্রিক টন ধান কিনবে সরকার।

প্রসংগতঃ সংগ্রহ অভিযান উদ্ধোধন হলেও দিনাজপুরে ১% ধান কাটামাড়াই শুরু হয়নি এখনো।

(এস/এসপি/এপ্রিল ২৮, ২০২১)