আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী পাংশায় মার্কেট,শপিং মল গুলাতে প্রচুর ভিড় মানা হচ্ছে না কোনো সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি এবং অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। অথচ সকাল ৯টা থেকে মার্কেট, শপিং মল, দোকানপাট বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

যার ফলে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ২৮ এপ্রিল (বুধবার) পাংশায় মার্কেট ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা সভা করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন।

এসময় ওসি মোঃশাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের আরও সচেতন হতে হবে তা না হলে পার্শ্ববর্তী দেশ ভারতের মতন আমাদের দেশের অবস্থাও হতে পারে।

সামনে ঈদ এই কারণে মার্কেটগুলোতে অনেক ভিড় হবে এজন্য আপনারা যারা মার্কেট, শপিং মল, দোকানের মালিক রয়েছেন তাদের সচেতন হতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে বেচা-কেনা করবেন আশা করি।

(একে/এসপি/এপ্রিল ২৮, ২০২১)