আবুল কালাম আজাদ, রাজবাড়ী : করোনাভাইরাস এর কারণে দেশে শ্রমিক সংকটে পড়েছে কৃষক। সেই দূরদশা লাঘবের লক্ষে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক হক।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের মাঠে তিনি বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি স্থানীয় দরিদ্র দুই কৃষকের দুই বিঘা জমির ধান কাটে মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

এসময় তিনি বলেন, এ কার্যক্রম চলমান থাকবে। তিনি অসহায় কৃষকদেরকে এ জাতীয় সহযোগিতা পেতে তিনি সহ কৃষকলীগের নেতা -কর্মীদের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক, রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি, জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক আব্দুল মমিন শেখ প্রমূখ।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০২১)