এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : সারাদেশে চলমান লকডাউনে মৌলিক চাহিদার সংকটে পড়েছে দেশবাসী। তাছাড়াও দেখা দিয়েছে শ্রমিক সংকট।ফলে নতুন ধান ঘরে তুলতে পারছে না কৃষক। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা শাখার  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মৃধার নেতৃত্বে উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফয়জুদ্দিন মাতব্বর পাড়া এলাকায়  কৃষক হাবিবুর রহমানের খেতে বৃহস্পতিবার সকালে ধান কাটার কর্মসূচির আয়োজন করা হয়।

ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কুব্বাত সেক, সাইফুল ইসলাম তাজুল ইসলাম লতিফ মোল্লা প্রমুখ

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কাটতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এ ধরনের সম্মীলিত উদ্যেগ আরও বেগবান হবে ইনশাআল্লাহ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরো মৃধা বলেন, আমরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটা হট লাইন চালু করব। যেখানে একটা ফোন নম্বর থাকবে এই ফোন নম্বরে কোন দরিদ্র অসহায় মানুষ যদি ফোন করে তাহলে আমরা পৌঁছে যাব কাঙ্খিত সেবা দেয়ার জন্য।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আরো বলেন অতি সত্ত্বর সকল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তৃণমূল তথা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার মাধ্যমে জনসেবামূলক কর্মসূচি বেগবান করে দেশ কে এগিয়ে নিয়ে যাওয়াই স্বেচ্ছাসেবক লীগের ব্রত। এছাড়াও পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে আমরা আরো কর্মসূচী দেব।বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহাগ মিয়া বলেন , জননেত্রী শেখ হাসিনার যেকোন দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করতে সর্বদা প্রস্তুত।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উদ্যোগে দরিদ্র কৃষক হাবিবুর রহমানের দুই বিঘা ধান কর্তনের পর কৃষকের মুখে একটি ঈদের আনন্দের মতো হাসি ফুটেছে।

(এইচ/এসপি/এপ্রিল ২৯, ২০২১)