রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ওয়ার্কাার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ক্ষুদ্র পরিসরে তাদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠণটির জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ সাবিবর হোসেন, অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ। তারা বলেন, দীর্ঘদিন ধরে সারাদেশে মহান মে দিবস পালিত হলেও শ্রমিকরা তাদের ন্যয্য অধিকার পায়নি। তারা আজো বঞ্চিত ও শোষিত।

অপরদিকে সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের সুলতানপুর বড়বাজারে উক্ত দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির অর্থসম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শিহাব উদ্দিন, সাধারন সম্পাদক হুমায়ন কবির বাবলু প্রমুখ।

(আরকে/এসপি/মে ০১, ২০২১)