শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে প্রথম করোনার ভারতীয় ধরনে মৃত্যু হয়েছে বাংলাদেশী এক বিশিষ্ট নাগরিকের। তিনি দিনাজপুরের পরিচিত মুখ বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী এবং ঠিকাদার কান্তলাল সাহা। কান্তলাল সাহা দিনাজপুর কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আলোচিত রাজনীতিবিদ বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনের শ্বশুর। 

ভারত ভ্রমন শেষে দিন দশেক আগে কান্তলাল সাহা দেশে ফিরেন। দেশে ফিরে তিনি এবং তার মেয়ে করোনা শনাক্ত হন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কান্তলাল সাহা শুক্রবার দিবাগত রাত ২টায় মারা যান।

করোনায় তার মৃত্যুর বিষয়টি দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস স্বীকার করেছেন।

তিনি জানান, কান্তলাল সাহা ১৪ এপ্রিল ভারত থেকে দেশে ফিরেন। অসুস্থ্য থাকায় ১৭ এপ্রিল করোনা পরীক্ষা করা হয়।১৮ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৫ এপ্রিল তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল রাত দুইটার তার মৃত্যু হয়েছে।

তাঁর শরীরের নমূনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হয়েছ কান্তলাল সাহাকে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ বিশিষ্টজনেরা শোক বার্তা দিয়েছেন।

(এস/এসপি/মে ০১, ২০২১)