প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শনিবার অপহরণের আড়াই মাস পর বগুড়ার আদমদীঘির মুড়ইল এলাকা থেকে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অপহৃতের পরিবার জানান, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের আব্দুস ছালামের পুত্র মামুন মিয়া (১৯) একই গ্রামের শ্যামাপদ শীলের দশম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা শ্যামাপদ শীল বাদী হয়ে রাজারহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ আড়াই মাস পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাজারহাট থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে এসআই শরিফ উদ্দিন শেখ ও এসআই সঞ্জিত কুমারসহ একদল পুলিশ ওই এলাকার পুলিশের সহযোগীতায় আদমদীঘি উপজেলার মুড়ইল এলাকার একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় মামলার আসামি মামুন মিয়াকে পুলিশ গ্রেফতার করে। পরে ওইদিন বিকালে তাদের রাজারহাট থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২রা মে রোববার অপহৃত স্কুলছাত্রী এবং আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

(পিএস/এসপি/মে ০১, ২০২১)