নড়াইল প্রতিনিধি : নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহিলাদের ২টি এবং পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করছে।

নড়াইল পূরাতন ফেরীঘাট থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত ৪ কিলোমিটার পর্যন্ত এ প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নড়াইল, যশোর, গোপালগঞ্জ, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শক চিত্রা নদীর দু’পাড়ে ভিড় করে।


গতকাল শনিবার ৩০ আগস্ট নড়াইল ফেরীঘাটে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। এসময় সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আঃ গাফফার খান, সদস্য সচিব আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।


এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় শিল্পী সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এছাড়া এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মঞ্চ চত্বরে চলছে ৪দিন ব্যাপী সুলতান উৎসব। সব মিলিয়ে সুলতানের শহর নড়াইল জুড়ে এখন চলছে উৎসবের আমেজ।

(টিএআর/এএস/আগস্ট ৩০, ২০১৪)