রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : গণপরিবহন চালু ও খাদ্য সহায়তাসহ ৩ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস ও মিনিবাস শ্রমিকরা।

রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে শাপলা চত্ত্বরে সড়ক অবরোধ করে সমাবেশ করেন শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক নুর আমিনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান ।

(পিএস/এসপি/মে ০২, ২০২১)