মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেশে বিক্রয় নিষিদ্ধ অবৈধ ভারতীয় পঁচাত্তর হাজার শেখ নাসিরুদ্দিন বিড়িসহ রাজনগর উপজেলার মদিপুর গ্রামের মোঃ রাসেল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক দীর্ঘদিন যাবত অবৈধ এব্যবসার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর উপজেলার চৌধুরী বাজার সড়কের মদিপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ মোঃ রাসেল মিয়া (২৫) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

এঘটনায় বুধবার ৫ মে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য মোহাম্মদ বদিউজ্জামান জানান,আমাদের কাছে তথ্য ছিল অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি নিয়ে রাস্তায় অবস্থানের বিষয়ে,সে অনুযায়ী কালো রঙের নোহা মাইক্রোবাস যোগে রাজনগর উপজেলার মহলাল বাজারে প্রথমে অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এর পর উপজেলার চৌধুরী বাজার সড়কের মদিপুর এলাকার পাঁকা রাস্তার উপর দুটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়ানো অবস্থায় মোঃ রাসেল মিয়া (২৫) নামে ওই যুবককে আটক করা হয়।

এদিকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ভারতীয় নাসির বিড়ির বড় বড় চালান আটকের খবর পাওয়া গেলেও এখনো মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীণ জনপদে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হয় এই নাসির বিড়ি।

(একে/এসপি/মে ০৫, ২০২১)