নাটোর প্রতিনিধি : সোমবার নাটোরে গার্ল গাইডস শিক্ষার্থীদের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাটোর সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে জেলা গার্ল গাইডস আয়োজিত ডে-ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ।

অপরদিকে ক্যাম্পের দ্বিতীয় পর্বের ‘তাঁবু জালসা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাফর উল্লাহ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ডে-ক্যাম্পের প্রথম পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম, গার্ল গাইডসের জেলা কমিশনার বেগম হামিদা বানু, আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনীরা, জেসমিন আক্তার, জেলা সম্পাদক কামরুন্নাহার কোষাধ্যক্ষ দেওয়ান রোকেয়া, লুৎফুন্নাহার, দিলারা বেগম প্রমুখ। দুই পর্বে অনুষ্ঠিত ডে-ক্যাম্পে ৯ টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ডে-ক্যাম্পে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা শিক্ষামুলক নৃত্য, গীত ও নাটকে অংশ নেয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ক্যাম্প শুরুর আগে শহরে র‌্যালী বের করা হয়।
(এমআর/এএস/এপ্রিল ২১, ২০১৪)