স্টাফি রিপোর্টার : ‘ব্যর্থ’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে সাংবাদিক অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার ঘটনায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিথ্যুক। ব্যর্থ এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই। আইন-শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে। তাদের হাতে সাধারণ মানুষের প্রাণহানী ও নির্যাতনের বিভিন্ন সংবাদ গণমাধ্যমে উঠে আসলেও তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। সাংবাদিক সমাজ সত্য প্রকাশ করার কারণেই তারা আজ পুলিশের বড় শত্রু।’

তিনি বলেন, ‘এখন শুধু পুলিশ নয়, সরকারও সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর সেজন্যই গণমাধ্যমের কন্ঠরোধ করতেই সম্প্রচার নীতিমালা দেওয়া হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করার পরও কোনো এক অদৃশ্য কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না।’

এ সময় সাংবাদিক অখিল পোদ্দারের ওপর পুলিশি হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশকে আইনের আওতায় এনে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

ক্র্যাব’র সভাপতি আখতারুজ্জামান লাভলু বলেন, ‘সাংবাদিক অখিল পোদ্দারের ওপর নির্যাতনের সঠিক তদন্ত করে দুর্বৃত্ত পুলিশের বিচার করুন। তা না করলে এমন কর্মসূচি দেওয়া হবে যে সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে।’

সোমবার আইজি বরাবর স্মারকলিপি ও মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে এমন কর্মসূচি দিতে হবে যাতে পুলিশ আর কখনও সাংবাদিকদের ওপর হামলা না করতে পারে। এ জন্য সাংবাদিকদের এক কাতারে আসতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ক্র্যাবের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন, সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খান, প্রবীণ সাংবাদিক শফিউল আলম রাজা, আইয়্যুব আনসারী, সাজ্জাদ হোসেন প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)