শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর পৌর সদর শেরখালী গ্রামে আকষ্মিক ভূমি ধসে একটি বাড়ির বিশাল অংশ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কানন ভুইয়ার বাড়ির উঠানে বন্যার পানি প্রবেশ করলে এদিন মাঝরাতে বিকট শব্দে সীমানা প্রাচীরসহ বাড়ির একটি বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়।

প্রতিবেশী আব্দুস ছাত্তার জানান, দেবে যাওয়া অংশে কোন স্থাপনা বা ঘরবাড়ি না থাকায় প্রাণহানীর মত কোন ঘটনা ঘটেনি। তবে ঝুঁকির মধ্যে রয়েছে আশপাশের স্থাপনা ও ঘরবাড়ি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভুমি ধসের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে শনিবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে মারা গেছে উপজেলার সোনাতনি ইউনিয়নের বানতিয়ারচর গ্রামের আশরাফ আলীর শিশুকন্যা ডালিমা। আকষ্মিক বন্যায় শাহজাদপুরে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ডুবে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় এ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাশে উঁচু স্থানে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে।

(এআরপি/এএস/আগস্ট ৩১, ২০১৪)