বরিশাল প্রতিনিধি : জামায়াতের আটক ২২ নেতা কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে মামলা করেছে পুলিশ।  রবিবার কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মো. শাখাওয়াত  হোসেন পিপিএম বাদী হয়ে এই মামলা করেন।

ওসি আরো জানান, ১৪ আগস্ট রাত ৯টায় নগরীর আমতলার মোড় এলাকার একটি বাসায় গোপন বৈঠককালে এদর আটক আটক করা হয়। আটককৃতরা হলেন,মহানগর জামায়াত আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নায়েব আমির বজলুর রহমান, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা সেক্রেটারি জহির উদিন মোহাম্মদ বাবর, কর্মী প্রভাষক মাওলানা মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মো. আব্দুর রউফ, মাহাবুবুর রহমান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শফিউল্লাহ তালুকদার, জয়নাল আবেদীন, মো. রাসেল, ইসমাইল হোসেন, আবুল কালাম, শামিম কবির, আবুল কাশেম, আব্দুল সত্তার এবং রফিকুল ইসলাম সহ আরো দুজন মিলিয়ে মোট ২২জন। এদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে বলে জানান ওসি।

(বিএস/এএস/আগস্ট ৩১, ২০১৪)