পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : মৌসুমের শুরুতে প্রথম বৃষ্টি পাথরঘাটায়। আজ মঙ্গলবার দুপুর থেকে এখানে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। ঈদের মার্কেটে করোণা  উপেক্ষা করে উপচেপড়া ভিড় মুহূর্তে লন্ডভন্ড হয়ে গেছে।

বেরসিক বৃষ্টি গ্রাম থেকে আসা খদ্দেরদের যে যেখানে রয়েছেন সেখানেই আটকে দিয়েছে। বৃষ্টিতে ভিজে কাদাজলে লেপ্টে একাকার হয়ে নারী-পুরুষ-শিশু বৃদ্ধ ছুটে চলছে তবুও হামাগুড়ি দিয়ে! কিনতেই হবে ঈদের সদয় আর পোশাক কসমেটিকস!

করোনাকালে কারোর-ই নেই সামাজিক দূরত্ব এর বালাই। দুপুর দুইটায় এই রিপোর্ট তৈরিকালে মুষলধারে বৃষ্টি চলছিল। দীর্ঘদিন যাবৎ বৃষ্টির জন্য মানুষ সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করেছেন। প্রার্থনা করেছেন। নামাজ আদায় করেছেন। আজ সেই প্রত্যাশিত বৃষ্টি মানুষের মনে প্রশান্তি এনে দিয়েছে#

(এটি/এসপি/মে ১১, ২০২১)