স্টাফ রিপোর্টার : জায়গা দখল নিয়ে চেয়ার ছোড়াছুড়ির মধ্যদিয়ে ছাত্রলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মহাসমাবেশ শুরু হয়েছে। রবিবার পৌনে চারটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ স্বাগত বক্তব্যে দেন।

সমাবেশে উপস্থিত হয়েছেন, যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংসদ তারানা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।

শুরু আগে সমাবেশ পণ্ড হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেন, কেউ যদি সমাবেশ পণ্ড করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আর আমরা জানি কারা সমাবেশ পণ্ড করার ষড়যন্ত্র করছেন।

সামনে বসাকে কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঢাবির ফজলুল হক মুসলিম হল ও একুশে হলের ছাত্রলীগ নেতাদের সঙ্গে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করে বলেন, যেখানেই কোন বিশৃঙ্খলা দেখবেন সেখানকার সভাপতি, সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করবেন।তারপর অন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করবেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের মাসব্যাপী কর্মসূচি হিসেবে আজ সোহরাওয়াদী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে থেকে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)