রংপুর প্রতিনিধি : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা সেখানে বিক্ষোভ করে।

রবিবার দুপুর ১টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩টি বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ক্লাস রুম রয়েছে। ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না। একটি বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করলে অন্যদের দাঁড়িয়ে থাকতে হয় বাইরে। শুধু ক্লাস রুমের অভাবে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

তারা আরো বলেন, এ ব্যাপারে ভিসির কাছে অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে তারা উপাচার্যকে ঘেরাও করে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে ভিসি প্রফেসর নুর উন নবী চৌধুরী বলেন, ‘ক্লাস রুমের কাজ চলছে। ইতোমধ্যেই ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব ক্লাস রুম দেয়া হবে।’

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)