অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহাদত নগর হয়ে তালতলা ও লাকুরতলা এবং মুন্সিগঞ্জের ওয়াপদা রাস্তার মূল সড়কে এখন যেন মরণ ফাঁদ তৈরি হয়েছে। এখানকার ২টি স্লুইজের নির্মানকাজ গত ১ বছর পূর্বে  শেষ হয়ে গেলেও পঞ্চায়েত বাড়ির উত্তর পাশে  (মোহাব্বত আলী হাজী বাড়ি) এর সামনে স্লুইজ এবং লাকুরতলা স্লুইজটির সড়ক দুটি পুনঃ নির্মাণ করে দেওয়া হয়নি আজও। ফলে জনদুর্ভোগ দিনকে দিন বেড়েই চলছে। বৃষ্টি লাগাতার শুরু হলে বিরম্বনার শেষ থাকবে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ব্যবসায়ী মিজান জানিয়েছেন ,জনপ্রতিনিধিরা শুধু মাত্র নির্বাচন চলাকালীন সময় এই রাস্তা গুলো ব্যবহার করেন কিন্তু সাধারণ জনগন ব্যবহার করেন সারাবছর।

গত এক বছর যাবৎ পঞ্চায়েত বাড়ির উত্তর পাশে এবং লাকুরতলা স্লুইজ এর সড়ক দু'টির জন্য মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে । দুদিন আগে সামান্য বৃষ্টিপাতের কারণে এই রাস্তার বেহাল দশা চোখে পড়েছে। সামনে বর্ষামৌসুম।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্লুইজ নির্মান স্থলের রাস্তা টুকু চলা চলের জন্য উপযোগী করে দেয়ার জোড়দাবী ভুক্তভোগী জনসাধারণ ও বিভিন্ন সড়ক জানের চালকদের।

বিষয়টি প্রসঙ্গে কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোঃ শহিদ বলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সঙ্গে আলাপ করেছি। এই দুর্ভোগ লাঘবে চেষ্টা করব তড়িৎ ব্যবস্থা গ্রহণের।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন বিষয়টি লাগবে আমরা অচিরেই কাজ শুরু করব। আশাকরি শিগগিরই শেষ হয়ে যাবে এই দুর্ভোগ।

(এটি/এসপি/মে ১৬, ২০২১)