যশোর প্রতিনিধি : যশোরে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে হুসাইন (২৮) নামে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরতলী ঝুমঝুমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ হুসাইন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং ফতেপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মঙ্গলবার ভোরে পুলিশ ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হুসাইনকে আটক করে। এসময় হুসাইনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে একটি হুসাইনের পায়ে বিদ্ধ হয়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় হুসাইনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান ও রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হুসাইনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/এপ্রিল ২২, ২০১৪)