স্টাফ রিপোর্টার : আজ জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিকাল সাড়ে চারটার সময় সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহর। ওই গাড়ী বহরের সঙ্গে ছাত্রলীগের সমাবেশে যোগদিতে আসেন ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার পর তোফায়েল আহমেদ জানতে পারেন তার জন্য চেয়ার রাখা হয়নি। অথচ সভামঞ্চে ছাত্রলীগের সাবেক এক সভাপতি ও সাধারণ সম্পাদককের আসন রাখা হলেও চেয়ার ছিলো না ৬৯ এর গণঅভু্যত্থানের মহানায়কের। তখন বিষয়টি জানতে পেরে মনক্ষুন্ন করে সমাবেশে না থেকে চলে যেতে উদ্বৃর্ত হন তিনি।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কথা বলেন তার সাথে। এরপর গাড়ী নিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন।

এ নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বাণিজ্যমন্ত্রী আমাদের অতিথি ছিলেন না। যে কারণে চেয়ার রাখা হয়নি। চলে গেল কেন জানতে চাইলে তিনি বলেন, তার জরুরি ফোন এসেছিলো তাই চলে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে সাবেক ছাত্রলীগের কয়েজন নেতা বলেন, সাবেক এমন তুখোর ছাত্রলীগ নেতার সম্মান হানি চায়নি। এ ধরনের কর্মকান্ডে তারা বিব্রত।

(ওএস/এটিআর/আগস্ট ৩১, ২০১৪)