স্টাফ রিপোর্টার : খেলার মাঠ বা উদ্যান পরিবেশের অন্যতম আবশ্যিক অনুসংগ। মানসিক ও শারিরিক স্বাস্থ্য উন্নয়নে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। রাজধানী ঢাকার ঘনবসতিপূর্ণ দনিয়া রসুলপুর, পুরো এলাকাটা ঘুরলে শিশু-কিশোরদের বিনোদনের জন্য কোন পার্ক বা খেলার মাঠ দেখতে পাওয়া যাবে না।

খেলার মাঠ না থাকার কারণে অনেক শিশু-কিশোর প্রতিদিন ঝুকি নিয়ে বাড়ীর ছাদে খেলাধুলা করছে। এর ফলে এই এলাকার বাড়ীর ছাদগুলো যেন এক একটা মরন ফাদে পরিনত হয়েছে।

(এসএমআরআর/এইচআর/এপ্রিল ২২, ২০১৪)