শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এবং দ্রুত মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বুধবার (১৯ মে) সকাল ১০ ঘটিকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ৭১ এর সোনারগাঁও প্রতিনিধি শেখ এনামূল হক বিদ্যুৎ,দৈনিক ভোরের দর্পণের শওকত ওসমান সরকার রিপন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুজামান মনির, যুগান্তরের স্টাফ রিপোর্টার (সোনারগাঁও)আল আমিন তুষার, কালেরকন্ঠের প্রতিনিধি গাজ্বী মোবারক, মানবজমিনের প্রতিনিধি আবুবকর, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাকিবুল হাসান, বাললাদেশের আলোর নাসিরুদ্দিন সহ সোনারগাঁওয়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতশত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্থা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন,শুধুমাত্র সৎ সাংবাদিকতা করার কারনে রোজিনাকে চক্ষুশুল হতে হয়েছে। তার আলোচিত প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারা এখন বেপরোয়া ভাবে রোজিনার উপর আক্রমন ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকতার কলম স্তব্ধ করে দিতে চায়। আমরা তার মুক্তি এবং হেনস্থাকারীদের শাস্তি দাবী করছি।দূর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে সম্পূর্ণ বিনা কারণে একজন অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।অনতিবিলম্ভে রোজিনা ইসলামকে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির ঘোষনা আসবে সোনারগাঁও সাংবাদিক সমাজ থেকে।

(এবি/এসপি/মে ১৯, ২০২১)