ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম মেসার্স জাকির ট্রেডার্স।

এই শো-রুমে পাওয়া যাবে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরী মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী ।

এই শো-রুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় চেয়ারম্যান, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি; জনাব মীর ফারুক আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ধনবাড়ি; জনাব কেশব চন্দ্র দাস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ধনবাড়ি কলেজ; জনাব খন্দকার মনজুরুল ইসলাম (তপন), মেয়র, ধনবাড়ী পৌরসভা, ধনবাড়ী, টাঙ্গাইল; জনাব মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এন্ড মিডিয়া; জনাব এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক, আর.বি. গ্রুপ; জনাব মোশারফ হোসেন রাজীব, হেড অব মার্সেল এবং ডিস্ট্রিবিউটর আলহাজ্ব মোঃ আবুল কাশেমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই মার্সেল ব্র্যান্ড বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে।

এখানে উল্লেখ্য মার্সেলের সৌজন্যে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহন করেন মোট ১৬টি দল। শনিবার ফাইনালে অংশগ্রহন করে গোপালপুর একাদশ বনাম চালাষ ক্রীড়া চক্র ধনবাড়ি। গোপালপুর একাদশকে পরাজিত করে চালাষ ক্রীড়া চক্র বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় চেয়ারম্যান, অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)