স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকার তিস্তা চুক্তি করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া তিনি আরও বলেন, তিস্তার পানি পাওয়া বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক অধিকার।

এর আাগে আজ মঙ্গলবার উত্তরার আজমপুর মোড়ের আমির কমপ্লেক্সের সামনে থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চ শুরু করে বিএনপি।

দলীয় ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলে, সিরাজগঞ্জ সাড়ে ১২টায়, বগুড়ায় আড়াইটায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিনটায় ও পলাশবাড়িতে সাড়ে ৪টায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া আগামিকাল বুধবার রংপুর থেকে লংমার্চের শুরুতে পথসভাটি হবে সকাল ৯টায়। এরপর সকাল ১১টায় তিস্তা ব্যারেজের সামনে ডালিয়া পয়েন্টে শেষ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

(ওএস/এটি/এপ্রিল ২২, ২০১৪)