পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা কোস্ট গার্ড রাতভর অভিযান চালিয়ে সীমানা পিলার (ম্যাগনেট) পাচারকারী চক্রের ১ সদস্যকে ১টি (ম্যাগনেট) সীমানা পিলার সহ আটক করেছে ।

আটক পাচারকারীর নাম আবুল কালাম ওরফে কালাম ওস্তা(৪০)। তার বাবার নাম নুর মিয়া বয়াতি।

মঙ্গলবার রাত সোয়া ২ টায় পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে পাথরঘাটা স্টেশন কোষ্টগার্ড তাকে হাতেনাতে আটক করে বলে জানা যায়।

মঙ্গলবার সকাল ১০ টায় পাথরঘাটা কোস্টগার্ড অফিস কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় ওই ম্যাগনেটিক পিলার সহ পাচারকারীকে।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার এর নেতৃত্বে বিসিজি স্টেশনের সদস্যরা রাতের অভিযানকালে পাথরঘাটা পৌরসভা ৫ নং ওয়ার্ডের বড়ইতলা এলাকা থেকে আবুল কালাম ও তার সঙ্গে থাকা ম্যাগনেটিক পিলার জব্দ করতে সক্ষম হন বলে সাংবাদিকদের জানান।

এ রিপোর্ট তৈরিকালে আটক আবুল কালাম ও ম্যাগনেটিক পিলার (সীমানা পিলার)এর পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছিল।

এই অভিযানের পরে পাথরঘাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে । সুধীমহল বলছেন এই চক্রটি অনেক বছর ধরে দক্ষিণ অঞ্চল থেকে মূল্যবান ম্যাগনেটিক সীমানা পিলার পাচার করে আসছে।

সীমানা পিলার পাচারের কারণে এই এলাকায় এখন ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে বলেও তারা দাবি করছেন । পাশাপাশি তারা এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাংবাদিকদের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

(এটি/এসপি/মে ২৫, ২০২১)