বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন চন্দ্র বেপারীকে কতিপয় দুর্বৃত্তরা স্কুল থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।

আহত ওই শিক্ষককে রাস্তায় কাদা মাটিতে পরে থকতে দেখে ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক মো. নাসির উদ্দিন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ওই বিদ্যালয়ের সভাপতি পদে ইউপি চেয়ারম্যান রেজাউল কবির সুমন ও জমিদাতা হানিফ হাওলাদার প্রতিদন্দিতা করছেন।

বিদ্যালয় সূত্রে জানাযায়, ২৫ আগষ্ট পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সোমবার নির্বাচন হওয়ার কথা থাকলেও সভা সভা শুরু হওয়ার পূর্বে সকাল সাড়ে নয়টার দিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন চন্দ্র বেপারীকে আ’লীগের প্রভাবশালী নেতা ইউপি সদস্য নিজাম উদ্দিন ও আবুল কালাম উপজেলা আলীগের সাধারণ সম্পাদকে কথা বলে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই দুই দুর্বৃত্ত তাকে রাস্তায় ফেলে লাঠিসেটা দিয়ে বেদম প্রহার করে। এতে ওই শিক্ষক অজ্ঞান হয়ে কাদামাটিতে পড়ে গেলে দুবৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী বলেন, আমি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের উপর হামলার ঘটনাটি শুনেছি। এই ঘটনার পরে সভাপতি পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। আর শিক্ষকের উপর হামলার ঘটনার জন্য আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ব্যাবস্থা নিব।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার বলেন, শিক্ষকের উপর হামলা ন্যাক্কার জনক ঘটনা। শীঘ্রই এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। আর ওই এলাকা খুব দূর্গম হওয়ায় আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পরিনি। তবে নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনারকে বলেছি।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)