রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়িতে মো. জাহাঙ্গীর আলম (৬০) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি দীর্ঘদিন ধরে ভুয়া ডাক্তারি করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছিল ওই এলাকার মানুষেরা। 

মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কামরাবাদ গ্রামে নিউ মডেল ফার্মেসি থেকে ওই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর শহরের বানিয়া বাজার (মুকুন্দবাড়ি) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।

মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানা।

তিনি আরও জানান, সিনিয়র সহকারি পুলিশ সুপার সমীর সরকারের নেতৃত্বে সরিষাবাড়ির কামরাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওই এলাকার পল্লী বিদ্যুতের সাব স্টেশনের পূবপাশে এড. আব্দুর রউফ গফুরের দোতলা বাড়ির নীচ তলায় অবস্থিত নিউ মডেল ফার্মেসি থেকে ভুয়া ডাক্তার মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ফার্মেসি খুলে রোগীদের ভুল চিকিৎসা করছিলেন।

গ্রেপ্তারের সময় প্রিয়া ঘোষ নামে ডাক্তারের ৪০ পাতার প্রেসক্রিপশন বই এবং প্রেসক্রিপশনের মধ্যে জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত ৩ টি পাতা, একটি ব্লাড সার্কুলেটিভ মেসেজার, দুটি ব্লাড প্রেসার মাপার মেশিন, ফার্মেসির ব্যানার ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

(আরআর/এসপি/মে ২৬, ২০২১)