উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত হানতে পারে এবং চাঁদপুরেও এর প্রভাব পরার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চাঁদপুর পৌরসভার মেয়র এবং জেলা প্রশাসন সতর্ক রয়েছেন।

মেঘনা নদীর বর্তমান পরিস্থিতি, নদী ভাঙছে কিনা এবং আগের ভাঙ্গনের জায়গাটি সংরক্ষণে চলমান কাজের অগ্রগতি দেখার জন্যে চাঁদপুর শহর রক্ষাবাঁধের পুরাণবাজার হরিসভা এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি ২৬ মে বুধবার বিকেলে সময় আকস্মিক সফরে হরিসভা ও পুরাতন ফায়ার সার্ভিস এলাকায় আসেন। মেয়র ওই এলাকার ভাঙ্গন স্থান পর্যবেক্ষণ করে এ বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় মেয়র বলেন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আমাদের মন্ত্রী ও স্থানীয় এমপি ডাঃ দীপু মনি মহোদয় সার্বক্ষণিক নদী ভাঙ্গনসহ অন্যান্য বিষয়ে খোঁজ-খবর রাখছেন। কোনো সমস্যা যাতে না হয়, আমাদের নজর এখানে রয়েছে।

এ সময় মেয়র এলাকাবাসীকে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার অনুরোধ করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদারসহ স্থানীয় লোকজন।

(ইউ/এসপি/মে ২৬, ২০২১)