মাদারীপুর প্রতিনিধি : পদ্মায় নদীতে তীব্র স্রোতের কারণে ৫ দিনের পরে আবার ধসে গেছে মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটের নতুন করে স্থাপিত রোরো ফেরি ঘাট। এ নৌ-রুটে সোমবার বিকেল তিনটা থেকে রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে ২ সে.মিটার পানি কমলেও বিপদ সীমার ৩৪ সে.মিটার উপরে প্রবাহিত হচ্ছে।

মাওয়া ফেরি ঘাটের ম্যানেজার মেরিন মো. শাজাহান জানান, সোমবার বিকেল তিনটার সময় হঠাৎ করে মাওয়া ঘাটের নতুন স্থাপিত রোরো ফেরি ঘাটটি ধসে যায়। এর ফলে মাওয়া-কাওরাকান্দি রুটে তিনটি রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট তীব্র স্রোতের কারণে মাওয়া ফেরি ঘাটের ৩নং রোরো ফেরি ঘাটটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। নৌমন্ত্রীর নির্দেশক্রমে ২৪ ঘন্টার মধ্যে ২৮ আগস্ট নতুন রোরো ফেরি ঘাট নির্মাণ করা হয়।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)