উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : গত এক সপ্তাহ যাবৎ চাঁদপুরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন আড়াইশ’ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম। তিনি জানান, বুধবার হাসপাতালে করোনায় ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৭ জন। গতকাল মঙ্গলবার ৩৯ জন ভর্তি হয়। এর মধ্যে পজিটিভ ২৬ জন। আর ১৩ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন।

তিনি আরো জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের কাজ প্রায় শেষের দিকে। জুন মাসে চালু করা হবে। অপরদিকে তিন বেডের আইসিইউ ইউনিটের কাজ পায় ৭৫% সম্পন্ন হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলা ওটির পাশে এই আইসিইউ'র ইউনিটটি হচ্ছে। এর দক্ষ জনবল এখনো দপ্তর থেকে পাওয়া যায়নি।

ডাঃ হাবিব উল করিম বলেন, চাঁদপুরে এই প্রথম আইসিইউ ইউনিট হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আইসিইউর জন্য সরঞ্জামাদিসহ তিনটি বেড চলে এসেছে। বেডের সংখ্যা বাড়ানোর জন্যে আমাদের ডিমান্ড রয়েছে। এটি চালু হলে করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগীরাও এর সুবিধা পাবে।

(ইউ/এসপি/মে ২৬, ২০২১)