স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট পদের পরামর্শক হিসেবে মো. মনোয়ার হোসেন (এফসিএমএ) যোগদান করেছেন। তিনি কমিশনের করপোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন। এ বিভাগের নিয়মিত কার্যক্রম তদারকি ছাড়াও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালা প্রয়োজনে সংশোধন ও সংযোজন করবেন।

এর আগে গত ১৯ আগস্ট মো. মনোয়ার হোসেন ১ সেপ্টেম্বর বিএসইসিতে যোগদান করবেন বলে এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠান। চিঠিতে উল্লিখিত সময়ানুযায়ী তিনি কাজে যোগদান করেছেন।

এ বিষয়ে মো. মনোয়ার হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট পদের পরামর্শক হিসেবে বিএসইসি আমাকে নিয়োগ দিয়েছে। আমি আজ (সোমবার) থেকেই কাজে যোগদান করেছি।’

জানা গেছে, বিএসইসির পরামর্শক নিয়োগের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী মো. মনোয়ার হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ জুলাই বিএসইসির ৫২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শক নিয়োগে গঠিত কমিটির সদস্যরা হলেন- কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী (আহ্বায়ক), কমিশনার আরিফ খান ও নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএমডিপি)-২’র আওতায় প্রদত্ত ঋণের বিপরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যে সব শর্ত দিয়েছে, এর মধ্যে ‘অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট’ অন্যতম। যার পরিপ্রেক্ষিতে বিএসইসি দ্রুত অফিস অব দ্য চিফ অ্যাকাউন্ট্যান্ট পদের পরামর্শক হিসেবে মো মনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে।

প্রসঙ্গত, মনোয়ার হোসেন ইতঃপূর্বে রূপালী ব্যাংকের অডিট পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কমিশনের নির্বাহী পরিচালকের সমমর্যাদায় করপোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)