জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দক্ষিণ জিয়াপুর গ্রামের একটি ডোবা থেকে কয়েক শ সিম তুলেছে গ্রামবাসী। গ্রামে যেন সিম-কুড়ানোর মিছিল পড়েছে।

সরেজমিনে জানা যায়, ওই ডোবায় প্রথম সিম খুঁজে পায় সাত বছরের শিশু রিজভী। সকালে ডোবার পাশে শাক তুলতে যায় সে। সেখানে কিছু সিম পড়ে থাকতে দেখে। সিমগুলো কুড়িয়ে নিয়ে গ্রামে ফিরে যায় রিজভী। বন্ধুদের জানায় এ খবর। সঙ্গে সঙ্গে শিশুরা ছুটে যায় ডোবায়। ব্যাস, সেই থেকে শুরু। এরপর চারদিকে খবর পড়ে যায়, ডোবার ভেতর সিম পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে সিমগুলো সবই ব্যবহৃত। গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক সব ধরনের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সিমই মিলছে ডোবাটিতে।

পুলিশ বলছে, কোনো অপরাধী চক্র ব্যবহারের পরে সিমগুলো ফেলে দিয়ে যেতে পারে।

সিমগুলো সংগ্রহ করে ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

(ওএস/এটি/এপ্রিল ২২, ২০১৪)